ইরানে হামলার সমাপ্তি ঘোষণা ইসরাইলের, অভিযান সফল দাবি

New-Project-64.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

টানা চার থেকে পাঁচ ঘণ্টা তেহরান ও তার পার্শ্ববর্তী কারাজ শহরে বিমান থেকে গোলা বর্ষণের পর ইরানে সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট হামলার সমাপ্তি ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। অভিযান শেষে সফলভাবে তাদের যুদ্ধবিমান দেশে ফিরে গেছে বলেও জানিয়েছে তারা।

শনিবার সকালে ভিডিও বার্তায় ইরানে হামলার সমাপ্তির ঘোষণা দেন ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি।তিনি বলেন, ‘আমি এখন নিশ্চিত করছি যে আমরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরাইলের পাল্টা হামলার সমাপ্তি টানার সিদ্ধান্তে পৌঁছেছি।’

হাগারি বলেন, ‘আমরা ইরানে সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি। ইরানের তাৎক্ষণিক হামলার হুমকি ব্যর্থ করে দিয়েছি। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী সফল মিশন শেষ করেছে।’

Leave a Reply

scroll to top