মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই ইরানের রাজধানী তেহরান ও এর আশেপাশের এলাকাগুলোয় হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শনিবার ভোররাত থেকে চালানো এই হামলার জবাব দিতে আবারও প্রস্তুত ইরান।
ইরান সরকারের একটি সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ইরান যেকোনো আগ্রাসনের প্রতিক্রিয়ায় জবাব দেওয়ার অধিকার রাখে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল কোনো পদক্ষেপ নিলে দেশটি তার উপযুক্ত প্রতিক্রিয়া পাবে।’
এদিকে ইরান পাল্টা হামলা চালালে চুপ থাকবে না ইসরায়েল। ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ’ইরান যদি পাল্টা হামলা চালায়, তাহলে ইসরায়েল এর পাল্টা জবাব দিতে বাধ্য হবে।’
ইরানের এক গোয়েন্দা কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার ভোরে বিকট বিস্ফোরণের শব্দ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার কারণে হয়ে থাকতে পারে। তবে ইসরায়েল ইরানের কী ধরনের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে, তা এখনো পরিষ্কার নয়।