দেশজুড়ে ব্যাপক হারে বেড়ে যাওয়া ধর্ষণ, নারীদের প্রতি সহিংসতা,যৌন নিপীড়ন ও অনলাইনে হেনস্তার প্রতিবাদ ও বিচারের দাবিতে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শহীদুল ইসলাম,বিজ্ঞান বিভাগের ডিন ড. আকতার হোসেন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. এম এম আইয়ুব হোসাইন ও মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক নাজমা আক্তার। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র নিবির ইকবাল ও গণিত বিভাগের শিক্ষার্থী নাওমি নাওয়াব প্রমুখ।
প্রধান বক্তা হিসেবে উপাচার্য ড. মোঃ শহিদুল ইসলাম বলেন, মাগুরায় ০৮ বছরের শিশু আছিয়াকে নরপশু কর্তৃক ধর্ষণ ও নির্মম নির্যাতন এবং সমগ্র বাংলাদেশে ব্যাপক হারে ধর্ষণ, নারীদের প্রতি সহিংসতা, যৌন নিপীড়ন যে হারে বেড়ে গেছে তাতে আমরা সহ দেশবাসী আজ আতঙ্কিত, শংকিত ও উদ্বিগ্ন। এ নির্মম নির্যাতনের হাত থেকে শিশু থেকে শুরু করে কিশোরী, যুবতী, গর্ভবতী নারী, এমনকি বৃদ্ধারাও এর হাত থেকে রেহাই পাচ্ছে না। দেশের বিবেকবান মানুষ আজ স্তম্ভিত। ঘর থেকে শুরু করে স্কুল, কলেজ, রাস্তাঘাট, বিশ্ববিদ্যালয় কোথাও নারীরা নিরাপদ নয়।
ধর্ষন, নারী নির্যাতন ও যৌন নিপীড়নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এর সাথে জড়িতদের চিহ্নিত করে অতি দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা নারীদের প্রতি সহিংসতা,যৌন নিপীড়ন, ধর্ষণ ও অনলাইনে হেনস্থার প্রতিবাদ সম্বলিত প্লেকার্ড, ফেস্টুন, হাতে নিয়ে স্লোগান দেয়।
তারা বলেন, “আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই, সারা বাংলায় খবর দে, ধর্ষকদের ফাঁসি দে, জাস্টিস জাস্টিস উই ওয়ান জাস্টিস” বলে স্লোগান দেয়। এ সময় তারা ধর্ষকের প্রতীকী ফাঁসি কার্যকর করে।