‘জব উই মেট’ একটি অত্যন্ত ভালো প্রেমের সিনেমা : ইমতিয়াজ আলি

জব উই মেট ২
২৪ ঘণ্টা বাংলাদেশ

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘জব উই মেট’ বলিউডের অন্যতম সেরা রোমান্টিক সিনেমা। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন শাহিদ কাপুর ও কারিনা কাপুর খান। সম্প্রতি ‘আইফা অ্যাওয়ার্ডস ২০২৫’-এ তাদের একসঙ্গে দেখা যাওয়ায় ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি ‘জব উই মেট ২’ আসছে? এবার এই গুঞ্জন নিয়ে মুখ খুললেন ছবির পরিচালক ইমতিয়াজ আলি

ভারতের জয়পুরে অনুষ্ঠিত আইফা অ্যাওয়ার্ডস-এ একসঙ্গে দেখা যায় শাহিদ ও কারিনাকে। একসময়কার আলোচিত এই জুটি মঞ্চে একে অপরকে আলিঙ্গন করেন, হাসিমুখে কথা বলেন। তাদের পুনর্মিলন দেখে আনন্দিত হয়েছেন ভক্তরা।

তবে অনেকেই আশা করেছিলেন যে, এই মিলন হয়তো ‘জব উই মেট’-এর দ্বিতীয় পর্বের ইঙ্গিত দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় জোরালোভাবে দাবি উঠেছে শাহিদ-কারিনাকে নিয়ে ‘জব উই মেট ২’ তৈরি হোক

এ প্রসঙ্গে ইমতিয়াজ আলি বলেন,

“আমি অনেক দিন পর শাহিদ এবং কারিনাকে একসঙ্গে দেখলাম। তাদের পুনর্মিলন দেখে ভালো লেগেছে, অনেক পুরোনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে।”

তবে সিক্যুয়েল তৈরির সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন,

“ভক্তরা খুবই উত্তেজিত এবং আমাকে ‘জব উই মেট ২’ তৈরির দাবি জানাচ্ছেন। কিন্তু এই সিনেমার পার্ট ২ তৈরির কোনো পরিকল্পনা এখন আমার নেই।”

তিনি আরও যোগ করেন,

“আমি শাহিদ কাপুর এবং কারিনা কাপুরকে নিয়ে কোনো ছবি বানাচ্ছি না। আর ‘জব উই মেট’ একটি অত্যন্ত ভালো প্রেমের সিনেমা, যা পার্ট ২ তৈরি করে নষ্ট করা উচিত নয়।”

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘জব উই মেট’ শাহিদ-কারিনা জুটির অন্যতম সফল সিনেমা। এতে কারিনার ‘গীত’ চরিত্রটি আজও ভক্তদের মনে অমলিন। সিনেমাটির সংলাপ, গান ও গল্প দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে।

পরবর্তীতে, ২০১৬ সালে ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায় দুজনই অভিনয় করলেও একসঙ্গে কোনো দৃশ্য ছিল না। তাই বহু বছর পর মঞ্চে তাদের একসঙ্গে দেখে নস্টালজিক হয়ে পড়েছেন ভক্তরা।

যদিও ‘জব উই মেট ২’ নিয়ে কোনো পরিকল্পনা নেই, তবে শাহিদ-কারিনার ভক্তদের আশায় বাঁধ দিতে পারছেন না কেউ! ভবিষ্যতে এই জুটিকে আবার পর্দায় দেখা যাবে কি না, সেটাই এখন দেখার বিষয়।

scroll to top