দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু বরাবরই আলোচনায় থাকেন তার অভিনয় ও ব্যক্তিগত জীবনের জন্য। ক্যারিয়ারের শীর্ষ অবস্থানে থাকাকালীন তিনি অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন, তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। বিচ্ছেদের পর নাগা চৈতন্য শোভিতা ধুলিপালকে বিয়ে করলেও সামান্থা ছিলেন একা।
কিন্তু সম্প্রতি তাকে ঘিরে নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। বলিউডের জনপ্রিয় পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে তার বিশেষ সম্পর্কের কথা উঠে এসেছে।
কীভাবে শুরু হলো গুঞ্জন?
গুঞ্জনের সূত্রপাত হয় সম্প্রতি এক পার্টিতে সামান্থা ও রাজকে একসঙ্গে দেখা যাওয়ার পর। ভারতের প্রখ্যাত পাবলিক ফিগার দেবরাজ সান্যাল তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন, যেখানে এই জুটিকে একসঙ্গে পোজ দিতে দেখা যায়। ছবিটি দ্রুত ভাইরাল হয় এবং প্রেমের গুঞ্জন নতুন মাত্রা পায়।
এর আগে একটি পিকলবল টুর্নামেন্টেও সামান্থা ও রাজকে একসঙ্গে দেখা গেছে, যেখানে রাজকে সামান্থার দলের জন্য উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
তবে কি প্রেম সত্যি?
এখনও পর্যন্ত সামান্থা বা রাজ কেউই এই গুঞ্জন নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে একাধিকবার একসঙ্গে দেখা যাওয়ায় ভক্তদের কৌতূহল তুঙ্গে।
উল্লেখ্য, রাজ নিদিমোরু জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ ও ‘সিটাডেল: হানি বানি’-এর অন্যতম পরিচালক এবং সামান্থা এই সিরিজগুলোর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তাদের একাধিক প্রজেক্টে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকলেও এই সম্পর্ক শুধুই পেশাদার নাকি তার চেয়েও বেশি কিছু—তা নিয়ে ভক্তদের জল্পনা অব্যাহত রয়েছে।