জিয়ানগরে দুর্বৃত্তদের দেয়া আগুনে গরু ও গোয়ালঘর পুড়ে ছাই, গুরুতর আহত কৃষক

New-Project-43-1.jpg

জিয়ানগরে দুর্বৃত্তদের দেয়া আগুনে গরু ও গোয়ালঘর পুড়ে ছাই, গুরুতর আহত কৃষক

২৪ ঘণ্টা বাংলাদেশ নোয়াখালী প্রতিনিধি

পিরোজপুরের জিয়ানগর উপজেলার ২নং বালিপাড়া ইউনিয়নের ৩নং মধ্য বালিপাড়া ওয়ার্ডে গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে ১টি গরু ও গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১১মার্চ) গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিদের দেওয়া আগুনে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বালিপাড়া ইউনিয়নের ০৩নং মধ্য বালিপাড়া ওয়ার্ডের মৃত কাশেম আলী মৃধার ছেলে কৃষক নুরুল ইসলাম মৃধা প্রতিদিনের মতো গোয়াল ঘরে গরু রেখে কাজকর্ম সেরে ঘুমিয়ে পড়েন। রাত ২টার রাতে তিনি দেখতে পান তার গোয়াল ঘরটি আগুনে জ্বলছে। উপায়ান্তর না দেখে তিনি তাৎক্ষণিকভাবে গরু গুলোকে উদ্ধার করার জন্য প্রাণপণ চেষ্টা করে ০২টি গরু কোনমতে বাঁচাতে পারলেও ০১টি গরু ও গোয়াল ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

এতে ১টি গরু পুড়ে মারা যায়। অন্য ২টি গরু জীবিত থাকলেও অনেকটাই পুড়ে মারাত্মক আহত হয়েছে। এদিকে গোয়ালের গরু বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন কৃষক নুরুল ইসলাম। তার শরীরের অনেক অংশই পুড়ে গেছে। বর্তমানে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। কৃষক নুরুল ইসলামের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ব্যাপারে ৩নং মধ্য বালি পাড়া ওয়ার্ডের ইউপি সদস্য মো. নাসির উদ্দিন সেন্টু বলেন, রাত ২টার দিকে কৃষক নুরুল ইসলামের গোয়াল ঘরে কে বা কারা আগুন দেয়। এতে তার গোয়ালঘর ও ১টি গরু পুড়ে ছাই হয়ে যায় এবং অন্য ২টি গরু ও কৃষক নুরুল ইসলাম পুড়ে মারাত্মক আহত হয়।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মো. মারুফ হোসেন জানান, উপজেলার মধ্য বালি পাড়া গ্রামের নুরুল ইসলাম নামে এক কৃষকের গোয়াল ঘরে আগুন দেওয়ার ঘটনা শুনেছি,লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

scroll to top