ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে পিরোজপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

New-Project-20-1.jpg

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে পিরোজপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পিরোজপুর প্রতিনিধি

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে সাধারণত শিক্ষার্থীরা।

সোমবার (১০মার্চ) দুপুর ১২ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রতিবাদ সম্বলিত বিভিন্ন ধরনের প্রতিবাদী প্লেকার্ড শিক্ষার্থীদের হাতে দেখা যায়। শিক্ষার্থীরা প্রধান প্রধান সড়ক ঘুরে এসে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এসে বিক্ষোভ মিছিলটি শেষ করে।

মিছিল শেষে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে মাগুরায় ৮বছরের শিশু আছিয়াকে ধর্ষণ সহ সারা বাংলাদেশে ধর্ষণের বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের প্রতিবাদ কন্ঠ প্রতিবাদী আওয়াজ ভেসে আসে।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, প্রতিবাদ করা না পর্যন্ত ধর্ষনকারীর তার অপরাধের কোন বিচার শুরু হয় না। মানুষের শরীরে কোন একটা অঙ্গ-প্রত্যঙ্গ কাটলে মানুষটা যেমন ছটফট করে, ঠিক তেমনি সেই ছট ফটানি নিয়ে আমরা এখানে এসেছি। আছিয়া ধর্ষণ কিংবা এর আগে তনু হত্যা, নুসরাত কে পুড়িয়ে মারা সহ এরকম বহু ঘটনা ঘটেছে এবং সেই জায়গা থেকে আমরা যখন প্রতিবাদ করেও করতে পারিনি,বুকফাটা কান্না আমরা ধরে রাখতে পারিনি।

আমাদের এই বিক্ষোভ আন্দোলনের সকল দাবি সরকারকে মানতে হবে, ধর্ষকদের হাত গুঁড়িয়ে দিতে হবে। আমাদের দাবিতে কেউ হস্তক্ষেপ করতে আসলে তাদের হাত গুড়িয়ে দিতে আমরা দুবার ভাববো না। প্রত্যেক ধর্ষিতা বোনের পাশে আমরা আছি, তাদের ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। প্রতিবাদ করেই যাব।

এ সময় ধর্ষকদের প্রতি ঘৃণা প্রদর্শন করে শিক্ষার্থীরা প্রতিকী ফাঁসির আয়োজন করে। এছাড়া তারা “আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস” স্লোগান দেয়।

শিক্ষার্থীরা তাদের সমাবেশের মাধ্যমে সরকারকে অনতিবিলম্বে আছিয়ার ধর্ষণ সহ সারা বাংলাদেশের সকল ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার সর্বোচ্চ শাস্তি ও বিচারের দাবি বাস্তবায়নের জন্য অনুরোধ করেন, অন্যথায় তারা কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারী উচ্চারণ করেন।

দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে দেশের বিভিন্ন জেলা, শহর, গ্রাম থেকে শুরু করে দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে। সকলের এক দাবি ধর্ষকের উপযুক্ত শাস্তি।

Leave a Reply

scroll to top