ধর্ষণ বিরোধী মঞ্চের ৫ দফা ঘোষণা

New-Project-14-1.jpg

ধর্ষণ বিরোধী মঞ্চের ৫ দফা ঘোষণা

ঢাবি প্রতিনিধি

‘ধর্ষণবিরোধী মঞ্চ’ থেকে পাঁচ দফা দাবি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। রবিবার (৯ মার্চ) রাত পৌনে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ থেকে পাঁচ দফা দাবি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ও গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র আশরেফা খাতুন।

এসময় ধর্ষণবিরোধী মঞ্চের পক্ষ থেকে ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং মশাল মিছিল অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। মশাল মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়। এরপর শাহবাগ থেকে ধর্ষণ বিরোধী মঞ্চের পক্ষ থেকে ৫ দফা দাবি উপস্থাপন করেন সমন্বয়ক উমামা ফাতেমা।

দাবিগুলো হল:

  • আসিয়ার মামলার ক্ষেত্রে বিশেষ ট্রাইবুনাল গঠনের মাধ্যমে ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা এবং ১ মাসের মধ্যে আসিয়ার ধর্ষকের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আদেশ নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়া চলাকালীন আসিয়ার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
  • প্রত্যেক ধর্ষণ মামলার বিচারে বিশেষ ট্রাইবুনাল গঠন করে দ্রুত মামলার বিচার কার্য সম্পন্ন করে সকল ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। ৩ কার্যদিবসের মধ্যে বিশেষ ট্রাইবুনাল গঠন করে দ্রুত বিচারপ্রক্রিয়া শুরু করতে হবে।
  • নারী ও শিশুর নিরাপত্তার প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টার ব্যর্থতার দায় স্বীকার করে জবাবদিহি করতে হবে।
  • সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে ‘নারী ও শিশু নিপীড়নবিরোধী সেল’ গঠন ও সেলের কার্যকরিতা নিশ্চিত করতে হবে। সারাদেশে যৌন নিপীড়নের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
  • ধর্ষণ, যৌন নিপীড়ন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং সংক্রান্ত আইনের সংশোধন করে অপরাধের স্পষ্ট ও যথাযথ সংজ্ঞায়ন করতে হবে।

এছাড়াও উক্ত সমাবেশ থেকে বলা হয়, প্রতিটি বিচারের তদন্তকার্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে হবে। বিচারিক প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা বন্ধ ও দ্রুত সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্ন করার জন্য প্রধান বিচারপতির নির্দেশনায় দেশের সমস্ত বিচারককে তৎপর ভূমিকা পালন করতে হবে।

ধর্ষণ ও নিপীড়ন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এবং অপরাধীদের আইনের হাতে সোপর্দ করতে বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আহ্বান জানান বক্তারা। উল্লেখ্য, ৯ মার্চ প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঘোষিত হয় “ধর্ষণ বিরোধী মঞ্চ”।

Leave a Reply

scroll to top