ফাইনালে টসে হেরে রোহিতের রেকর্ড, শেষমেশ চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হচ্ছে কে?

New-Project-11-1.jpg

ফাইনালে টসে হেরে রোহিতের রেকর্ড, শেষমেশ চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হচ্ছে কে?

২৪ ঘণ্টা বাংলাদেশ

আবারও টস ভাগ্য পাশে পেলেন না রোহিত শর্মা। মুদ্রা নিক্ষেপ করে ভাগ্য পরীক্ষায় হারলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ওয়ানডেতে এ নিয়ে টানা ১২ বার টসে হারলেন রোহিত, ভারত হেরেছে  টানা ১৫ ম্যাচ। ২০২৩ বিশ্বকাপের ফাইনাল থেকে তাঁর এই দুর্ভাগ্যের শুরু। এর মধ্য দিয়ে ব্রায়ান লারার ওয়ানডেতে টানা সর্বোচ্চ টস হারের রেকর্ডও ছুঁয়ে ফেললেন ভারতীয় অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে মহারণ।

ফাইনালের আগমুহূর্তে বড় হোঁচট খেয়েছে নিউজিল্যান্ড। চোটের কারণে ছিটকে গেছেন ম্যাট হ্যানরি। নিউজিল্যান্ডের জন্য এটা ‘বিগ মিস’—হেনরি এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। তাঁর জায়গায় আরেক পেসারকে নাথান স্মিথকে দলে টেনেছে নিউজিল্যান্ড। এছাড়া নিউজিল্যান্ড একাদশে আর কোনো পরিবর্তন আনা হয়নি। তিন স্পিনার নিয়ে নেমেছে কিউইরা। মিচেল ব্রেসওয়েল, মিচেল সান্তনার এবং রাচিন রাবিন্দ্রা। পেসার তিনজন। কাইল জেমিসন, নাথান স্মিথ এবং উইল ও’ররকি।

অন্যদিকে, প্রত্যাশিতভাবেই একাদশে কোনো পরিবর্তন ছাড়াই খেলতে নেমেছে ভারত। এর অর্থ চারজন স্পিনার নেয়া হয়েছে দলটিতে। বরুন চক্রবর্তি, কুলদিপ যাদব, অক্ষর প্যাটেল এবং রবিন্দ্র জাদেজা। পেসার মোহাম্মদ সামি ও হার্দিক পান্ডিয়া।

টানা চার ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত। আজ নিউজিল্যান্ডকে হারাতে পারলেই এক বছরের কম সময়ে টানা দুটি আইসিসি শিরোপা জয়ের কৃতিত্ব গড়বে রোহিত শর্মার দল।

অন্যদিকে, আইসিসির ওয়ানডে ইভেন্টে নিউজিল্যান্ডের একমাত্র শিরোপাটি এসেছিল ২০০০ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠলেও ফরম্যাটটিতে ২৫ বছরে তাদের আর কোনো বৈশ্বিক সাফল্য নেই। এবার শিরোপাখরা ঘুচাতে মরিয়া মিচেল স্যান্টনাররা।

২৫ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড। সেবার অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সেঞ্চুরি সত্ত্বেও জিততে পারেনি ভারত। তবে এবারেরর ফাইনাল বদলার ম্যাচ বলে মানছেন সৌরভ। বলেছেন,”ভারতের ব্যাটিং তুলনায় শক্তিশালী। আমাদের হাতেও দারুণ সমস্ত স্পিনাররা রয়েছে। নিঃসন্দেহে ভারত ফেভারিট।”

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।

নিউজিল্যান্ডের একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, মার্ক চাপম্যান, টম লাথাম, গ্লেন ফিলিপ্স, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, নাথান স্মিথ ও কাইল জেমিসন।

Leave a Reply

scroll to top