এতিমখানায় ইফতার দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

ক.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

এতিমদের প্রতি যে সম্পদ ব্যয় করবে তা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হওয়া উচিত। হাদিস শরিফে এসেছে, ‘যে ব্যক্তি কোনো এতিমকে আপন মাতা-পিতার সঙ্গে নিজেদের (পারিবারিক) খাবারের আয়োজনে বসায় এবং (তাকে এই পরিমাণ আহার্য দান করে যে) সে পরিতৃপ্ত হয়ে আহার করে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।

এতিমখানায় ইফতার দিয়ে বাড়ি ফেরা হলো না মোটরসাইকেল আরোহীর। পথিমধ্যেই প্রাণ গেল কাভার্ড ভ্যানের চাপায়। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন।

ঢাকার ধামরাইয়ে মাটিবাহী ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শরিফুল ইসলাম নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় ধামরাই সদর ইউনিয়নের ডেমরান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সেনাসদস্যের নাম শরিফুল ইসলাম। তিনি ধামরাই সদর ইউনিয়নের কাকরাইনে হালুয়াপাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে। শরিফুল রাঙামাটি ক্যান্টনমেন্টে সৈনিক পদে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় শরিফুল মোটরসাইকেলযোগে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার একটি এতিমখানায় ইফতার দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ড্রাম ট্রাকের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যায়। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফুল ইসলাম এতিমখানায় ইফতার দিয়ে মোটরসাইকেলে তিন বন্ধু বাসায় ফিরছিলেন। এ সময় ডেমরান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে সংঘর্ষে হয়। এতে তিন জন মোটরসাইকেল থেকে ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে যান। আর ঠিক তখনই পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের নিচে পড়ে যায় শরিফুল। ঘটনাস্থলেই তিনি মারা যান। অপরদিকে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার এসআই শাখাওয়াত বলেন, ‘আমরা ইফতারের পূর্ব মুহুর্তে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে কাউনে না পেয়ে নিহত সেনা সদস্যের বাড়িতে গিয়ে মরদেহ পাই। সেখানেই সুরতহাল করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করি। এ ঘটনায় একটি সাধারন ডায়েরি করা হবে।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ট্রাকচালককে আটকের জন্য চেষ্টা চলছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

scroll to top