পাল্টে গেছে দেশের একমাত্র স্যাটেলাইটের নাম। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এখন থেকে পরিচিতি পাবে বাংলাদেশ স্যাটেলাইট-১ নামে।
সোমবার (৩ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারের টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন।
বিএসসিএলের জনসংযোগ মুখপাত্র ওমর হায়দার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপদেষ্টা পরিষদের এক সিদ্ধান্তে নাম পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে সেটি প্রজ্ঞাপন আকারে আসবে।’
বিএসসিএল সূত্রে জানা গেছে, স্যাটেলাইটের সঙ্গে আরো কয়েকটি স্থাপনার নাম পরিবর্তনের জন্যও ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি দিয়েছে বিএসসিএল। এর মধ্যে গাজীপুর ও বেতবুনিয়ার সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্রগুলোর নাম পরিবর্তন করে প্রতিষ্ঠাকালীন নাম প্রাইমারি উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর ও সেকেন্ডারি উপগ্রহ ভূকেন্দ্র, বেতবুনিয়া করার অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।
এর আগে শেখ মুজিবুর রহমান, তার মেয়ে শেখ হাসিনা ও তাদের পরিবারের নামে থাকা সকল বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।
গত মাসে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়। ১৬ জানুয়ারির সেই বৈঠকে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিলের উদ্দেশে উপদেষ্টা পরিষদ বৈঠকের আলোচনা অনুযায়ী সব মন্ত্রণালয় বা বিভাগ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।
আমাদের বাংলাদেশ অবস্থান করছে ৮৬.৯১ ডিগ্রী পূর্ব দ্রাঘীমাংশে। সে হিসেবে বিবেচনা করলে বাংলাদেশ ৮৬.৯১ ডিগ্রীতে বাংলাদেশ স্যাটেলাইটের স্লট পাওয়ার কথা। ৮৮.৯১ পজিশনে রাশিয়ার দুটি সহো আরও মোট চারটি স্যাটেলাইট রয়েছে।
স্পুৎনিক ১ বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ যা ১৯৫৭ খ্রীস্টাব্দের অক্টোবর ৪ তারিখে উৎক্ষেপণ করা হয়।
বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনাকারী বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) লোকসানের মুখে পড়তে হয়েছে। কারণ স্যাটেলাইটের ব্যয় আয়ের চেয়ে অনেক বেশি।
বাংলাদেশ ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করে। এর মাধ্যমে মহাকাশে কৃত্রিম উপগ্রহ থাকা দেশগুলোর তালিকায় যোগ হয় বাংলাদেশের নাম।