চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ করে প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করে বয়সসীমা ৩৫ করে নতুন প্রজ্ঞাপন জারি করতে ৩ দিনের আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্ল্যাটফর্ম ‘বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ’।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক জরুরি সংবাদ সম্মেলনে এমন আলটিমেটাম দেন ৩৫ প্রত্যাশীরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
এর আগে বৃহস্পতিবার সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে প্রজ্ঞাপন জারি করে উপদেষ্টা পরিষিদ। পাশাপাশি বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার অংশগ্রহণ করতে পারবেন বলেও উল্লেখ করা হয় সেখানে।