পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হলসমূহের ক্যান্টিন, বট তলার ও ডেইরি গেইটের খাবারের মান বৃদ্ধি ও যথাযথ মূল্য নিশ্চিতে প্রশাসনিক মনিটরিং সেল গঠনসহ দুই দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখা।
রবিবার ( ২ মার্চ) আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে দাবিগুলো হলো ১. হলসমূহের, বট তলার ও ডেইরি গেইটের খাবারের মান বৃদ্ধি ও যথাযথ মূল্য নিশ্চিতে প্রশাসনিক মনিটরিং সেল গঠন, ২. প্রয়োজন অনুযায়ী হল ক্যান্টিনসমূহের ভর্তুকি বৃদ্ধি।
এছাড়া স্মারকলিপিতে আরও বলা হয়, বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাস। পবিত্র মাহে রমজানে এই মাসের অর্ধেকেরও বেশি সময় ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা চলমান থাকবে। সকল আবাসিক শিক্ষার্থীদের অবস্থান থাকবে। পবিত্র মাহে রমজানের এই মাসে, রোজাদার শিক্ষার্থীগণ সেহরি ও ইফতারের সঠিক ও পুষ্টিমানসম্পন্ন খাদ্য গ্রহণ না করলে তাঁদের পক্ষে সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে যায়। তাছাড়া, পবিত্র রমজানের এই স্পর্শকাতর দিনে অপুষ্টিকর খাবার গ্রহণ করলে বহু শিক্ষার্থী নানাবিধ শারীরিক সমস্যা ও অসুস্থতার শিকার হন।
কিন্তু পরিতাপের বিষয় হলো যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, অসীম সাহসের নেতৃত্বে, ফ্যাসিবাদী শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটলেও, খাদ্য ও পুষ্টির নিরাপত্তা যা মৌলিক অধিকার আদায় করার ক্ষেত্রে বর্তমানে চরম অবহেলার শিকার। তদুপরি, এই অবহেলা সবচেয়ে প্রকট হয়ে ফুটে উঠে, যখন প্রতিবছর রমজান মাস চলাকালে রোজাদার শিক্ষার্থীদের পুষ্টিকর খাবারের চাহিদা সর্বোচ্চ থাকে।
সেজন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার কথা বলা