ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (ডিইউমুনা) আয়োজিত বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ডিপ্লোম্যাটিক কনক্লেভ, একটি অন্ত: ছায়া জাতিসংঘ সম্মেলন, ২০২৫ সালের ২৮শে ফেব্রুয়ারি টিএসসি প্রাঙ্গণে সফল ভাবে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক প্রতিনিধি এতে অংশগ্রহণ করেছেন, যা কূটনৈতিক আলোচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হচ্ছে। এবারের কনক্লেভের মূল প্রতিপাদ্য “বৈপ্লবিক সংস্কারের পর প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি প্রতিশ্রুতি সংহতকরণ”, যা বৈশ্বিক নীতিনির্ধারণে প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির বিষয়টিকে গুরুত্বের সাথে তুলে ধরেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সেক্রেটারি-জেনারেল নওশীন ফাতমী স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি বিপ্লবোত্তর সংস্কারের প্রেক্ষাপটে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা সমাধানের জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরেন। ফাতমী যুবসমাজ ও কূটনীতির ভূমিকা সম্পর্কে আলোকপাত করে বলেন, ভবিষ্যৎ গঠনে ন্যায্যতা ও অন্তর্ভুক্তির নীতি সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত।
এরপর ডেপুটি সেক্রেটারি-জেনারেল সালেহ বিন অনাবিল এবং ডিরেক্টর-জেনারেল নাজিফা আনজুম প্রতিপাদ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে বাস্তবসম্মত প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তাঁদের বক্তব্যে উঠে আসে, এই কনক্লেভ একটি আন্তর্জাতিক সংলাপের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে প্রতিনিধি সদস্যরা প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করার কৌশল নিয়ে আলোচনা করবেন।
আগামী দুই দিন ধরে এই সম্মেলন চলবে, যেখানে প্রতিনিধি সদস্যরা গভীর আলোচনা ও নীতিনির্ধারণমূলক কার্যক্রমে অংশ নেবেন, যাতে বৈশ্বিক প্রেক্ষাপটে প্রান্তিক জনগোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জসমূহের কার্যকর সমাধান খুঁজে বের করা যায়।