সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেপ্তার

New-Project-59.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ঘুষ লেনদেনের অভিযোগে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পিয়ন থেকে শিক্ষক পর্যন্ত নিয়োগ ও প্রকল্পের ঘুষের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে জাকির হোসেনের বিরুদ্ধে। গত বছরের ডিসেম্বরে বাধ্য হয়ে ঘুষের টাকা ফেরত দেওয়া নজিরও রয়েছে সাবেক এই প্রতিমন্ত্রীর।

Leave a Reply

scroll to top