তিন সাবেক অধিনায়কের চোখে, ওয়ানডের সেরা ব্যাটার কোহলিই

New-Project-3-2.jpg
মো: আল মামুন

আন্তজার্তিক ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটারদের তালিকা করলে নিঃসন্দেহে শীর্ষের দিকেই থাকবেন বিরাট কোহলি। সবাই বড় মাপের খেলোয়াড়। তবে আমার কাছে কোহলির অবস্থান সবার ওপরে।’ নাসের হুসেইন বলেছেন

শচীন টেন্ডুলকার-কুমার সাঙ্গাকারাদের প্রতি সম্মান রেখেই নাসের হুসেইন বলেছেন , ‘অবিশ্বাস্য একজন খেলোয়াড় কোহলির । পরিসংখ্যানের হিসেবে ওয়ানডেতে বিরাট কোহলি সর্বকালের সেরা। আলোচনায় নিশ্চিতভাবেই টেন্ডুলকার, সাঙ্গাকারা ও এবি ডি ভিলিয়ার্সের নাম আসবে।

পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করার রাতে বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে ১৪০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। তবে বাকি দুজনের চেয়ে ইনিংসে দ্রুততম। সেই পরিসংখ্যানকে সামনে এনেই আথারটন বলেছেন, ‘সত্যি বলছি, ওয়ানডের ইতিহাসে রান তাড়ায় কোহলির চেয়ে ভালো কেউ নেই। ৫১টি সেঞ্চুরি অবিশ্বাস্য এক সংখ্যা। শচীন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারার পর ওয়ানডেতে সে ১৪০০০ রান পেরিয়েছে। এটা করতে শচীনের ৬০ (আসলে ৬৩) এবং সাঙ্গাকারার থেকে ৯০ (আসলে ৯১) ইনিংস কম খেলেছে। তাই আমার মনে হয়, ওয়ানডেতেই সে সবচেয়ে ভালো।’

Leave a Reply

scroll to top