ফখরুদ্দিনের মতো নয়,বরং সম্মানের সাথে বিদায় জানাতে চান ড. ইউনূসকে

New-Project-2025-02-25T132416.106.jpg
নিজস্ব প্রতিবেদক

দ্রুত নির্বাচনের মাধ্যমে ড. ইউনূসকে সম্মানের সঙ্গে বিদায় দিতে চান আহমেদ আযম খান।

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, আপনি নোবেল বিজয়ী, ফখরুদ্দিনের মতো আপনাকে অপমানজনকভাবে বিদায় করতে চাই না। আপনাকে সম্মানের সঙ্গে বিদায় জানাতে চাই।’

আইন-শৃঙ্খলার অবনতির কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘এখন সারাদেশে চুরি, সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বেড়েছে। তাই অবিলম্বে নির্বাচন ঘোষণা করা উচিত।’নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে বিএনপির সমাবেশে তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া সমৃদ্ধ গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠা হবে না। নির্বাচনের মাধ্যমেই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব।

এড. আহমেদ আযম খান আরো বলেন, “গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ পালিয়ে গেছে। সেই অভ্যুত্থানের মহানায়ক ছিলেন তারেক রহমান। আজও দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার নিয়ে রাজপথে কথা বলতে হচ্ছে”।

তিনি বলেন, ‘‘আমরা, বিএনপি এবং দেশের জনগণ চায় দ্রুত নির্বাচন হোক। সরকার প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা নিক।’

জাতিসংঘ ঘোষণা করেছে শেখ হাসিনা খুনি। আন্তর্জাতিক ট্রাইবুনালে তাঁর বিচার করা হবে।

এতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন,আইনশৃঙ্খলার অবনতি,দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধসহ সঠিক সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এই সমাবেশ আয়োজন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।

নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবেনা।  আগের ফ্যাসিস্ট সরকার বলেছিল আগে উন্নয়ন,পরে নির্বাচন।   তিনি তার মত করে দেশকে শোষিত করেছে। কিন্তু এখনো বলা হচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন।আপনারা শুধুমাত্র নির্বাচনকালীন সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে দিন।অন্য সংস্কারগুলো নির্বাচিত সরকারই করবে।এত ভয় কিসের,সুষ্ঠু নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা সরকার গঠন করবে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে ৫ আগষ্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পিছনে মহা নায়ক হিসেবে কাজ করেছেন আমাদের দেশ নায়ক তারেক রহমান। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করায় মাঠে নামতে বাধ্য হয়েছি।

এদিনের সমাবেশে জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য কাজী গোলাম মোর্শেদ, বিএনপির নেতা আব্দুল আজিজ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, যুগ্ম আহবায়ক দাউদার মাহমুদ প্রমুখ।

Leave a Reply

scroll to top