সোমবার (২৪ ফেব্রুয়ারি) বলিউডের ‘চাঁদনি’ শ্রীদেবীর সপ্তম প্রয়াণ দিবস। কিন্তু স্মৃতির আলোয় এখনো উজ্জ্বল তিনি। ২০১৮ সালের এই দিনেই দুবাইয়ের একটি হোটেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় চলচ্চিত্রের এই আইকন। তার আকস্মিক মৃত্যু পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল।
বলিউডে আশির দশকে জনপ্রিয় নায়িকা ‘মিস হাওয়া হাওয়াই’ শ্রীদেবী। শুধু বলিউডে নয়, চুটিয়ে কাজ করেছিলেন দক্ষিণী বিনোদন জগতেও। অভিনয় আর নাচ দিয়ে আশি আর নব্বই দশকের হিন্দি সিনেমার দর্শকদের মাতিয়ে রেখেছিলেন।
অভিনয় চর্চার পাশাপাশি একাধিক দক্ষিণ ভারতীয় ভাষা শিখেছিলেন শ্রীদেবী। তিনি অনর্গল তেলেগু, তামিল, মালায়ালম, কন্নড় ও হিন্দি বলতে পারতেন। যা পরবর্তীকালে দক্ষিণ ভারতে তার অভিনয়ের দরজা খুলে দিয়েছিল।
১৯৭৬ সালে কে বালাচন্দরের সিনেমা ‘মুন্ড্রু মুদিচ্চু’ সিনেমা শ্রীদেবীর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে।
ছোট থেকেই তীক্ষ্ণ বুদ্ধি ও অসীম সৌন্দর্যের অধিকারী এ অভিনেত্রী। নাচতে ভালোবাসতেন। সিনেমার জন্য তার প্রেমও সেই ছোটবেলা থেকেই।
মাত্র ৪ বছর বয়সে সিনেমা জগতে অভিষেক হয়েছিল তার। অভিনয় চর্চার পাশাপাশি একাধিক দক্ষিণ ভারতীয় ভাষা শিখেছিলেন শ্রীদেবী; যা পরবর্তীকালে দক্ষিণ ভারতে তার অভিনয়ের দরজা খুলে দিয়েছিল।
১৯৭৮ সালে ‘সোলভা সাওয়ান’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে বলিউডে ডেব্যু করেন শ্রীদেবী। পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় এবং হিন্দি ভাষায় ৩০০টিরও বেশি ছবিতে কাজ করেছেন।
তবে চাঁদনি, চালবাজ, মিস্টার ইন্ডিয়া, লাডলা, জুদাই এবং ইংলিশ ভিংলিশের মতো বিখ্যাত সব সিনেমা তাকে দর্শক হৃদয়ে করে রেখেছে চিরস্মরণীয়।