ছন্দে থাকা নিউজিল্যান্ডকে হারাতে পারবে বাংলাদেশ?

New-Project-2025-02-23T214051.306.jpg

ছন্দে থাকা নিউজিল্যান্ডকে হারাতে পারবে বাংলাদেশ?

২৪ ঘণ্টা বাংলাদেশ

দুবাই ভারতের বিপক্ষে হার দিয়ে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করেছে বাংলাদেশ। এবার শুরু হবে পাকিস্তান পর্ব। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ছন্দে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ভেন্যু রাওয়ালপিন্ডি বলেই কিউইদের হারানোর স্বপ্ন দেখছে টাইগাররা।

গত বছর আগস্ট-সেপ্টেম্বরে টেস্ট সিরিজে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুখকর সেই স্মৃতি নিয়েই আজ (সোমবার) মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ডের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তরা। বাংলাদেশ সময় বিকাল তিনটায় শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টে টিকে থাকতে আজ জিততেই হবে অধিনায়ক শান্তর দলকে। জয় না পেলে তাদের টুর্নামেন্ট থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। তাইতো টুর্নামেন্টে ডু অর ডাই ম্যাচে টাইগারদের একাদশে আসতে পারে পরিবর্তন।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স জানান, এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের ফিটনেস নির্ভর করবে তার খেলার ব্যাপারে। যদি তিনি ফিট হন, তবে মুশফিকুর রহিমের দলে জায়গা হারানোর সম্ভাবনা রয়েছে, কারণ তিনি শেষ ম্যাচে গোল্ডেন ডাক পেয়েছেন।

এছাড়া পিন্ডি স্টেডিয়ামের চরিত্র অনুযায়ী তানজিম সাকিবের পরিবর্তে দলে ফিরতে পারেন পেসার নাহিদ রানা। এছাড়া বাকি সবক্ষেত্রেই খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। অপরদিকে ছন্দে থাকা নিউজিল্যান্ড দলে অবশ্য এমন কোনো ভাবনা নেই। রাচিন রবীন্দ্র ফিট হচ্ছেন কি না, সেটার দিকে চোখ থাকবে। তবে স্বাভাবিকভাবেই এই ম্যাচে অপরিবর্তিত একাদশ রেখে দেয়ার বড় রকমের সুযোগ আছে।

আগের ম্যাচের ধারাবাহিকতা বাংলাদেশের বিপক্ষেও বজায় রাখতে চান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। তবে বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে সতর্ক তিনি, ‘আমরা যে অবস্থানে আছি, সেটা দারুণ। ত্রিদেশীয় সিরিজে অবশ্যই দারুণ করেছি এবং এখন বাংলাদেশের ছেলেরা অনেক আত্মবিশ্বাস নিয়ে খেলবে। আমি মনে করি তারা এই মুহূর্তে খুব ভালো দল। তাদের স্পিন বিভাগ সবসময় পরিপূর্ণ। কিন্তু এখন তাদের বোলিং আক্রমণে খুব ভালো, পেসাররাও এসেছে।’

এই ম্যাচে নিউজিল্যান্ড জিতলে ভারতের মতো তাদেরও পয়েন্ট হবে ৪। শেষ ম্যাচে বাংলাদেশ জিতলেও তাদের পয়েন্ট হবে ২। সেক্ষেত্রে কোনো সুযোগই থাকছে না শান্তদের সামনে। পাকিস্তানকেও তাই আজকের ম্যাচের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশের দিকে। টাইগাররা জয় পেলেই যে সেমিফাইনালের ক্ষীণ আশা টিকে থাকছে তাদের।

সাম্প্রতিক সময়টা ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের ভালো যাচ্ছে না সেটা বেশ পুরাতন কথা। রানের ধারে নেই বাংলাদেশি ব্যাটাররা। সবশেষ সিরিজ জয় এসেছিল ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর অবশ্য আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ছিল অসহায় আত্মসমর্পণ। ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে তো ৩৯ রানে ৫ উইকেট হারানোর দিনে লজ্জার ইতিহাস গড়েছিল টাইগাররা।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান:

  • এখন পর্যন্ত দুই দলের ৪৫ ওয়ানডে দেখায় বাংলাদেশ জয় পেয়েছে ১১টিতে, হার ৩৩ ম্যাচে, আর এক ম্যাচ ছিল অমীমাংসিত।
  • সর্বশেষ দ্বিপাক্ষিক ওয়ানডেতে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে, নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো জয় পেয়েছিল বাংলাদেশ।
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে সমতা—২০১৭ সালে কার্ডিফে বাংলাদেশ জয় পেলেও ২০০২ আসরে জয়ী হয়েছিল নিউজিল্যান্ড।

বাংলাদেশের সম্ভাব্য একাদশে: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান।

Leave a Reply

scroll to top