বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, বরের ভাই নিহত

New-Project-2025-02-23T135241.450.jpg
নিজস্ব প্রতিবেদক

নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হওয়া সংঘর্ষ শুরু হয়। এতে ঘটনাস্থলেই কামাল বেপারী (৪৫) নামে একজন নিহত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ধরনের ঘটনা ঘটে। নিহত কামাল বেপারী একই এলাকার মৃত ইসমাইল বেপারীর ছেলে। তিনি সম্পর্কে বরের চাচাতো ভাই বলে জানা গেছে।  মানিকপুর গ্রামের কামাল বেপারীর বড় ভাইয়ের ছেলে সুমন বেপারীর বিয়ের আয়োজন চলছিল।

সংশ্লিষ্ট পরিবার, স্থানীয় অধিবাসী ও পুলিশ জানায়, শনিবার দুপুরে ওই এলাকার জালাল বেপারীর ছেলে সুমন বেপারীর পাশের লালপুর উপজেলার গোধরা গ্রামের নজিরউদ্দিনের মেয়ের সঙ্গে বিয়ে হয়। সন্ধ্যার কিছু আগে নববধুসহ বরযাত্রীরা ফেরার পর তরুণ স্বজনরা সাউন্ডবক্সে উচ্চশব্দে গান বাজানোর পাশাপাশি নাচ ও আনন্দ হৈ-হুল্লোড় করছিলেন।

এ সময় প্রতিবেশী মৃত আকু বেপারীর তিন ছেলে সামসুল বেপারী (৪২), শাজাহান বেপারী (৫০) ও শাহাদত বেপারী (৫৫) রাগান্বিত হয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হলে উভয়পক্ষের বাগবিতণ্ডা হয়।কথা কাটাকাটি একটা সময়ে কামাল বেপারীসহ উপস্থিত বরের পরিবারের লোকজনকে মারপিট করতে থাকে। এরই ধরাবাহিকতায় বিয়ে বাড়িতে তিন ভাই মারামারি শুরু করে দেন। এক পর্যায়ে তিন ভাইয়ের কিল, ঘুষিতে ও লাথিতে সাথে সাথেই কামাল মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলে সেখানেই মারা যান কামাল ব্যাপারী।

কিন্তু স্বজনরা স্থানীয় আমেনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন।

নাটোর মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহানারা বিউটি জানান, বিয়েবাড়িতে তরুণ প্রজন্ম হৈ-হুল্লোড় আনন্দ করবেই। তবে উচ্চশব্দের কারণে পাশের কারও সমস্যা হলে প্রতিবেশীসুলভ আচরণে নিষেধ করাটা ও ন্যায় সংগত।প্রয়োজনে পুলিশ প্রশাসনকে জানিয়ে ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু কাউকে হত্যা বা বিয়েবাড়িতে হামলা করা আইন লঙ্ঘনের পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনেরও শামিল।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মাহবুবুর রহমান আরও বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

Leave a Reply

scroll to top