একুশে ফেব্রুয়ারি মনে করিয়ে দেয় ভাষার জন্য জীবন দেওয়া সেই শহীদদের কথা

New-Project-2025-02-22T105031.353.jpg
নিজস্ব প্রতিবেদক

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি” গানটির প্রথম চরণ কানে আসামাত্র বুকের ভেতরটা কেমন জানি কেঁদে ওঠে। পরম শ্রদ্ধাভরে স্মরণ হয়ে যায় ভাষার জন্য নিজের জীবন উৎসর্গ করে দেওয়া সেই শহীদদের কথা। তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে প্রতি বছর ফেব্রুয়ারির একুশ তারিখে পালন করা হয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে বারোটা এক মিনিটে উপজেলা প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশন (ভূমি) মাহমুদা সুলতানা, আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, উপজেলা সিনিয়র কৃষি মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন।

(২১ ফেব্রুয়ারি) শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল থেকে নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। প্রথম পর্বে উপজেলার বিভিন্ন দপ্তর ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নিরবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে শুরু হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাতসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

scroll to top