পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ শহীদ পরিবারকে দোকানঘর উপহার

New-Project-2025-02-21T192222.316.jpg

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ শহীদ পরিবারকে দোকানঘর উপহার

২৪ ঘণ্টা বাংলাদেশ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ০২ শহীদ পরিবারকে পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোকানঘর উপহার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান নিজের হাতে ২ শহীদ পরিবারের কাছে দোকান ঘরের চাবি হস্তান্তর করেন।

আনুষ্ঠানিকভাবে দোকান ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ, উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট মিজানুর রহমান দুলাল, সদস্য সচিব মো. আবু হাসান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা প্রকৌশলী বিএম মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কে এম সাঈদ, সাধারণ সম্পাদক এস এম সিপার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ফরাজী, সাংবাদিক অনুপ কুমার শিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাসান, সদস্য সচিব তারেক আব্দুল্লাহ সহ শহীদ পরিবারের সদস্যগণ।

এর আগে জেলা প্রশাসক নাজিরপুর কেন্দ্রীয় হরিসভা মন্দির সংলগ্ন খালের বর্জ্য অপসারণ ও খাল খনন কর্মসূচি উদ্বোধন , স্বাধীনতা মঞ্চ আধুনিকায়ন প্রকল্প উদ্বোধন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেন।

Leave a Reply

scroll to top