ভারতের নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে কুম্ভ মেলার যাত্রীদের ভিড়ের চাপে প্রচণ্ড হুড়োহুড়ির মধ্যে অন্তত ১৮ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ রেলস্টেশনে গাদাগাদি করে ঢুকে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে বলে নয়া দিল্লির লোক নায়ক হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. রিতু সাক্সেনা জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, নিহতদের মধ্যে চারজন শিশু এবং ১০ নারী রয়েছে।
দেশটির পুলিশ বলছে, মহাকুম্ভগামী ট্রেনে উঠার জন্য হুড়োহুড়ির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।মূলত ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে স্পেশাল ট্রেন ছেড়ে যাবে, এমন ঘোষণার পর যাত্রীদের ভিড় বেড়ে যায়। তখন ট্রেনে উঠার জন্য মানুষ ছোটাছুটি করতে থাকেন। এক পর্যায়ে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে স্টেশনে পড়ে যান বেশ কয়েকজন যাত্রী। পরে পদপিষ্ট হওয়ার খবর পেয়ে দিল্লি পুলিশের রেলওয়ে ইউনিট প্ল্যাটফর্মে পৌঁছায়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরাও রেলস্টেশনে আসেন।
এ বিষয়ে রেলওয়ের ডিসিপি কেপিএস মালহোত্রা বলেন, দুটি ট্রেনই আসতে দেরি হয়েছিল। তার জেরে যাত্রীদের ভিড় বেড়ে যায়। মাত্র ১৫-২০ মিনিটের মধ্যেই ব্যাপক ভিড় লেগে যায়। স্পেশাল ট্রেনের ঘোষণা হতেই সবাই ওই ট্রেনে উঠার জন্য তাড়াহুড়ো করতে থাকেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।