দ্বিতীয়বার মা হচ্ছেন ইলিয়ানা ডিক্রুজ

New-Project-2025-02-16T111507.787.jpg
নিজস্ব প্রতিবেদক

প্রথমবার মা হওয়ার সময় বেশ বিতর্কে জড়িয়েছিলেন ভারতীয় অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় এই অভিনেত্রীকে নিয়ে চর্চা কম হয়নি। শেষমেশ বিতর্ক থামাতে ২০২৩ সালের মে মাসে বিয়ে করেন ইলিয়ানা। তারপরই সে বছরের আগস্টে ইলিয়ানার কোল জুড়ে আসে পুত্রসন্তান।

 

সেই পুত্রসন্তান নিয়েই এখন তার জীবন। আর কোলে দেড় বছরের সেই সন্তান নিয়েই ফের মাতৃত্বসুখ পেতে চলেছেন ইলিয়ানা ডিক্রুজ। সম্প্রতি নিজেই সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী।

শুক্রবার মাঝরাতে চিপসের প্যাকেট রেখে পোস্ট করে প্রেগন্যান্সি ক্রেভিংয়ের কথা জানান ইলিয়ানা। ক্যাপশনে লেখা- ‘কীভাবে বুঝবেন কেউ প্রেগন্যান্ট’। অতঃপর সেই জল্পনা মিথ্যে নয়, তা নিশ্চিত হওয়া গেল।

 

অস্ট্রেলিয়ার ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। একাধিকবার তার সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন। ২০১৯ সালে দু’জনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অ্যান্ড্রিউ এ বিষয়ে কোনো মন্তব্য না করতে চাইলেও ইলিয়ানা বিচ্ছেদের খবর স্বীকার করে নেন। এরপর শোনা যায়, ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেম করছিলেন ইলিয়ানা। কিন্তু এই রটনা বেশি দিন টেকেনি। এরপর ২০২৩ সালের মে মাসে মাইকেল ডোলানকে বিয়ে করেছেন ইলিয়ানা।

Leave a Reply

scroll to top