শ্রীপুরে ঝুট ব্যবসায়ীদের গাছে বেঁধে নির্যাতন করে টাকা ছিনতাই, আহত চার

New-Project-54-1.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঝুট ব্যবসায়ীদের গাছে বেঁধে নির্যাতনের পর নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রীপুর উপজেলার টেংরা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার চার ব্যবসায়ী হলেন—সাইফুল ইসলাম, আবুল হোসেন, আনোয়ার হোসেন ও রাসেল মিয়া। তারা গাজীপুরের বোর্ড বাজার ও কোনাবাড়ি এলাকা থেকে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, ঝুট বিক্রির কথা বলে তাদের টেংরা পশ্চিমপাড়া এলাকার সিএনএল পলিপ্যাক কারখানার পেছনে ডেকে নেওয়া হয়। পরে দুর্বৃত্তরা তাদের জঙ্গলে নিয়ে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, রাজিব নামের এক যুবকের সঙ্গে জার্সি কাপড়ের মাল বিক্রি করবে বলে খবর দেয়, এবং ছবি পাঠায়,পরবর্তীতে আমরা মাল ক্রয় করতে আসলে আমাদের কারখানার পেছন গেইট দিয়ে প্রবেশ করতে হবে জানিয়ে নিয়ে যায়। পেছনে যাওয়া মাত্রই পরিকল্পিত ভাবে আমাদের উপর হঠাৎ করেই ১৫/২০ জনের একটি দল হামলা চালায়। এঘটনায় আমরা চারজনই গুরুতরভাবে আহত হয়েছি।

এ সময় তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পালানোর সময় তারা একটি পালসার ১৫০ সিসির রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ফেলে যায়।

ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাফায়েত ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হারুন অর রশিদ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, “ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ইতোমধ্যে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে।

Leave a Reply

scroll to top