ভেড়ামারা হিসনা নদী দখলদারীদের কালো থাবা থেকে মুক্তি চাই

New-Project-32-1.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

ভেড়ামারায় প্রভাবশালীরা গিলে খাচ্ছে হিসনা নদী| সরকার আসে সরকার যায়, তবে হিসনা নদীর ভাগ্যের কোন পরিবর্তন হয় না। দখলদারীদের কালো থাবা থেকে হিসনা নদী মুক্ত হওয়ার অপেক্ষা শুধু আক্ষেপে পরিনত।

দখলের দূষণে এখন সরু খালে পরিণত হয়েছে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীর শাখা হিসনা নদী। পাড় দখল করে গড়ে উঠেছে অবৈধ শিল্প কারখানা ও বসতবাড়ি। এসব বর্জ্য নদীতে ফেলায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে নদী। ময়লা ও দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। দ্রুত দখল উচ্ছেদ করে নদী খননের আশ্বাস কর্তৃপক্ষের। হিসনা নদীতে আগে বড় বড় লঞ্চ স্টিমার দেখা যেত আর নদী পাড়ের মানুষেরা সেরে নিতো নিত্যদিনের কাজকর্ম। হিসনা নদীর তীরের বাসিন্দারা এখনো খোঁজে বেড়াচ্ছেন আগের সেই হিসনা নদীকে। হিসনা নদীর পাড়ে মানুষের দাবি পানির প্রবাহ যদি স্বাভাবিক থাকে তবে আবার ফিরে পাবে হিসনা নদীর চিরচেনা সেই রূপ।

প্রভাবশালীদের দৌরাত্নো পদ্মার এ শাখা নদীটির অস্তিত্ব এখন হুমকির মুখে। নদীর বুকে বড় বড় দালান নির্মাণ ছাড়াও স্থানীয়রা নদী দখল করে চাষাবাদ করছে। কয়েকটি স্থানে বাধ দিয়ে নদীর স্বাভাবিক প্রবাহকে বন্ধ করে দেওয়ায় বর্ষাকালেও পানি থাকে না। তালিকা তৈরি করলেও প্রভাবশালী দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না প্রশাসন।

Leave a Reply

scroll to top