চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের ভারতীর অংশ থেকে সজিব (২২) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত সোমবার (০৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্ত থেকে তাকে আটক করে বিএসএফ। এসময় ৩ জন বাংলাদেশি নাগরিক সেখান থেকে পালিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল রফিকুল আলম।
তিনি জানান, সোমবার জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি তিন যুবক ফেনসিডিল আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় বিএসএফ ও ভারতীয় পুলিশের অভিযানে সজিব নামের এক বাংলাদেশি যুবক আটক হন। বাকিরা সেখান থেকে পালিয়ে যান।
লে. কর্নেল রফিকুল আলম আরও জানান, এ ঘটনার পর আমরা বিএসএফের সাথে যোগাযোগ করি। তারা আমাদের জানিয়েছে ফেনসিডিল আনার জন্য বাংলাদেশি ৪ জন ব্যক্তি ভারতের অভ্যান্তরে প্রবেশ করে। এসময় তাদের সীমান্ত এলাকায় বিএসএফ ও পুলিশের বিশেষ অভিযান চলছিল। এতে সজিব নামের বাংলাদেশি এক যুবকসহ ভারতের ৩ জন নাগরিক তাদের হাতে আটক হন। সজিবকে পুলিশ আটক করে নিয়ে গেছে, এতে বিএসএফের কিছু করার নেই।
এর আগে গতকাল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত থেকে চার বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জানা যায়, ভোর রাত চারটায় তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম।
তাদের স্বজনরা বলেন, আমরা সোমবার ভারত থেকে আমাদের কিছু আত্মীয় জানায় বাংলাদেশী চারজনকে বিএসএফ ধরে নিয়ে গেছে। বিএসএফ এর হাতে ধরা পড়া এক পড়া এক ব্যক্তি মুকুল। তার স্বজনরা জানান, যেহেতু তার বাড়ি সীমান্তের কাছে তাই আমরা তাকে নিয়ে বেশ চিন্তায় ছিলাম। জানা যায়, গত রোববার সীমান্তোর কাছে যায়, ধরা পড়া চারজন। পরে ভারতীয় নাগরিকরা তাদের ধরে বিএসএফ এর হাতে তুরে দেয় পুলিশ।
বিএসএফ ধরে নিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন— জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের মোহবুল হকের ছেলে মুকুল (৪০), মোশাররফ হোসেনের ছেলে আলিফ (৩২), সাগরইল গ্রামের ইসহাক আলীর ছেলে দূরুল হুদা (৩৫) ও উপর দামইল গ্রামের মতিউর রহমানের ছেলে বাবু (৩৫)।
রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, ‘আমার ইউনিয়নের চার বাসিন্দাকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। স্থানীয়রা জানিয়েছেন তারা বাংলাদেশি রাখাল। গরু আনতে গেলে তাদের আটক করে নিয়ে যাওয়া হয়।