দায়িত্ব নেওয়ার সপ্তাহ তিনেকের মধ্যেই কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের অংশ হিসেবে, দেশটিতে থাকা অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে সেক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীর সহযোগিতা নিচ্ছেন তিনি। প্রথম কিস্তিতে ২০৫ জন ভারতীয়কে দেশে পাঠানোর খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স।
এনডিটিভি বলছে, মোট ২০৫ ভারতীয় নাগরিক, যারা অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল, তাদের একটি মার্কিন সামরিক বিমানে দেশে ফেরত পাঠানো হয়েছে। ফ্লাইটটি টেক্সাস থেকে প্রায় ছয় ঘন্টা আগে টেক অফ করেছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাসিত প্রত্যেক ভারতীয় নাগরিককে যাচাই করা হয়েছে, যার মানে এই নির্বাসন প্রক্রিয়ায় নয়াদিল্লির জড়িত রয়েছে এবং মোদি সরকারের সাথে কথা বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্ভবত এই ধরনের অনেক ফ্লাইটের মধ্যে এটিই প্রথম যা মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে আনবে।
রয়টার্স বলেছে, একটি সি-১৭ বিমানে করে ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানান, মার্কিন বিমানবাহিনীর একটি সি-১৭ কার্গো বিমান ভারতীয় অভিবাসীদের নিয়ে যাত্রা শুরু করেছে এবং ভারতে পৌঁছাতে বিমানটির অন্তত ২৪ ঘণ্টা লাগতে পারে। মার্কিন সামরিক বাহিনীর বহিষ্কার কার্যক্রমে ভারত সবচেয়ে দূরবর্তী গন্তব্য। পেন্টাগন জানিয়েছে, টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে ৫ হাজারের অভিবাসী বহিষ্কারের জন্য সামরিক বাহিনীর বিমানগুলো দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে গুয়াতেমালায় একটি সামরিক বিমানে করে অভিবাসীদের ফেরত পাঠাতে জনপ্রতি কমপক্ষে ৪ হাজার ৬৭৫ ডলার খরচ হয়।
অবৈধ অভিবাসীদের নির্বাসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ। এর আগে মার্কিন সামরিক বিমানে করে গুয়াতেমালা, পেরু এবং হন্ডুরাসে নির্বাসিত অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানো হয়েছিল।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন এমন খবরের মধ্যে অবৈধ ভারতীয় নাগরিকদের নির্বাসনের প্রথম দফা শুরু হয়েছে। ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে মোদির প্রথম মার্কিন সফর।