তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে চরম ভোগান্তিতে মানুষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন

New-Project-15.jpg
নিজস্ব প্রতিবেদক

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে অবরোধের পাশাপাশি তিতুমীর কলেজের সামনে শিক্ষার্থীদের ষষ্ঠ দিনের মতো আমরণ অনশন কর্মসূচি চলছে। আন্দোলনের অংশ হিসেবে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’র অংশ হিসেবে এবার মহাখালীর রেল লাইন অবরোধ করেছেন কলেজটি আন্দোনরত শিক্ষার্থীরা। এ সময় একটি ট্রেন আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়ছে লাখ লাখ মানুষ। পরিস্তিতি মোতায়নের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৪০ মিনিটে মহাখালী রেল ক্রসিং অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে বিকাল পৌনে ৩টায় কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালী রেল ক্রসিং আসেন তারা।

গত ২৯ জানুয়ারি থেকে তিতুমীর কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের মূল ফটকের সামনে অনশন শুরু করেন। এর মধ্যে অসুস্থ হয়ে পড়ায় গতকাল দু’জনসহ এখন পর্যন্ত সাতজনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি দুই শিক্ষার্থী হলেন– উদ্ভিদবিজ্ঞান বিভাগের মফিজুল ইসলাম ও বাংলা বিভাগের আবু নাঈম। এ ছাড়া অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দু’জন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নিতে দায়িত্ব দেওয়া হয়েছে।

অপর দিকে আন্দোলনের অংশ হিসেবে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’র অংশ হিসেবে এবার মহাখালীর রেল লাইন অবরোধ করেছেন। এত চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। শিক্ষার্থীদের অবরোধের অংশ হিসেবে আজ যেহেতেু রেলপথ বন্ধ তাই বলা চলে সারা বাংলাদেশের সঙ্গে রেল বন্ধ হয়ে যায়। এতেই ভোগান্তি বেড়ে দ্বিগুণ হয়ে। ময়মনসিংহ থেকে এসেছেন আলী আহসান। তিনি বলেন, তার বাবার আজ আপারেশন কিন্তু জ্যামের কারণে  তিনি তাদের সিরিয়াল মিস করেছেন। বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করেন সামাদ মিয়া। তিনি বলেন, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের মুদি পণ্য সরবরাহ করি। কিন্তু এই কদিনে গাড়ি না চলার কারণে আমাদের কোনো কাজ নেই।

দাবির বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা না হয় কিংবা দাবি মেনে নেওয়া না হয় তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনে অংশ নেয়া এক শিক্ষার্থী বলেন, ‘আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। গতকালের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা রেলপথ ও সড়কপথ অবরোধ করেছি।

Leave a Reply

scroll to top