বঙ্গভবনের সামনে কাঁটাতারের বেড়া, বিজিবি মোতায়েন

New-Project-27-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

মঙ্গলবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে প্রবেশের চেষ্টা ও পুলিশ সদস্যদের ওপর হামলার পর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বঙ্গভবনের প্রধান ফটকের সামনে ব্যারিকেড ছাড়াও আজ কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধান ফটকের সামনে সশস্ত্র অবস্থায় মোতায়েন দেখা গেছে বিপুল সংখ্যক এপিবিএন, বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী। প্রস্তুত রাখা হয়েছে এপিসি, জলকামানসহ রায়টকার।

এদিকে সকাল থেকে বঙ্গভবনের আশেপাশে কড়া নিরাপত্তা দেখা গেলেও ছাত্র-জনতার চোখে পড়ার মতো উপস্থিতি দেখা যায়নি। তবে বিচ্ছিন্ন ভাবে ঘুড়তে দেখো গেছে অনেককে।

 

Leave a Reply

scroll to top