রানওয়েতে উড্ডয়নের আগে প্লেনে আগুন, যাত্রীদের বাঁচার আকুতি

New-Project-36.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

আমেরিকায় আবারও বিমান বিপর্যয়। এবার রানওয়েতে উড্ডয়নের আগে দাঁড়িয়ে থাকা এয়ারক্র্যাফ্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার হাউস্টন থেকে নিউ ইয়র্কের উদ্দেশে ছেড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আচমকাই আগুন ধরে যায় এয়ারক্র্যাফ্টের একটি উইংয়ে। এসময় আগুন থেকে বাঁচার চিৎকার করতে থাকে প্লেনের যাত্রীরা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, প্লেনে ১০৪ জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য ছিলেন। তবে হিউস্টন ফায়ার ডিপার্টমেন্ট (এইচএফডি) জানিয়েছে যে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

হাউস্টন দমকল বিভাগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লেখা হয়েছে, ‘এয়ারপোর্টের দমকল বিভাগের কর্মীরা খবর পেয়েই দ্রুত রানওয়েতে পৌঁছন। সকল যাত্রীকে নিরাপদে এয়ারক্র্যাফ্ট থেকে বের করে আনেন তারা। কারও কোনও চোট-আঘাত লাগেনি।’

তবে এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছিল। দুর্ঘটনার সময় ভিডিও রেকর্ড করেন এক যাত্রী। যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। ভিডিওতে দেখা যায়, আগুন দেখে চিৎকার করতে থাকেন যাত্রীরা। উইংয়ে দেখা যাচ্ছে আগুনের ফুলকি। একজন যাত্রীকে মিনতি করতে শোনা যায়, ’প্লিজ, প্লিজ, প্লিজ, আমাদের এখান থেকে বের করে দাও।’

যদিও যাত্রীদের এই আতঙ্কিত হওয়া যথার্থই বটে। কারণ সবশেষ দুর্ঘটনার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি আমেরিকা। এর আগে শুক্রবার রাতে ফিলাডেলফিয়ার একটি মলের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত এবং ১৯ জন আহত হয়।

ফিলাডেলফিয়ার মেয়র চেরেল পার্কার শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, এবিসি নিউজের খবরে বলা হয়েছে, ফ্লাইটে থাকা সকলেই দুর্ঘটনায় মারা গেছেন, মাটিতে থাকা একজন সহ।

কর্তৃপক্ষ জানায়, উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে যাত্রা করার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার রুজভেল্ট মলের কাছে Learjet 55 বিধ্বস্ত হয়।

এছাড়া তার সেই ঘটনার ঠিক একদিন আগে বুধবার এক আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান ওয়াশিংটনের ঠিক বাইরে রেগান জাতীয় বিমানবন্দরের কাছে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে সংঘর্ষে পড়ে। দুর্ঘটনার ফলে দুটি বিমানই পটোম্যাক নদীতে পড়ে। তাদের মধ্যে কাউকে এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। মার্কিন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ৬৭ জনের সবাই নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

scroll to top