নেত্রকোণায় যুবকের মরদেহ উদ্ধার

New-Project-7.jpg
নিজস্ব প্রতিবেদক

নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের দক্ষিণ মদনপুর এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। যুবকের নাম ইমরান ফারাস (৩০)। সে দক্ষিণ মদনপুর এলাকার জিনাতুল ফারাসের ছেলে।

আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলার দক্ষিণ মদনপুর সড়কের পাশ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, সকালে স্থানীয়রা রাস্তার পাশে ইমরানের রক্তমাখা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত ইমরানের শরীরে বিভিন্ন স্থানে অসংখ্য ক্ষতচিহ্ন রয়েছে, বিশেষ করে চোখের নিচে গভীর ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোন গাড়ির চাপায় তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে ও অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

scroll to top