বিপিএলের প্লে-অফে ৪ দল, কার ম্যাচ কখন

New-Project-29.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

তিন ভেন্যুতে ৪২ ম্যাচের লিগপর্ব শেষে প্লে অফের অপেক্ষায় এবারের বিপিএল। শনিবার ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের ম্যাচ দিয়ে শেষ হলো বিপিএলের লিগ পর্ব। শেষ পর্যায়ে শিরোপার লড়াইয়ে টিকে আছে চার দল।

টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এ ছাড়া যথাক্রমে চিটাগাং কিংস, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের শেষ চার নিশ্চিত হয়েছে। এর মাধ্যমে এটাও নির্ধারিত হলো এবারের আসরের প্লে-অফ পর্বের প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচে কে কার মুখোমুখি হবে।

শনিবার রাতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন বরিশালকে ২৪ রানে হারিয়েছে চিটাগং। ফলে রংপুর রাইডার্সকে টপকে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে মোহাম্মদ মিথুনের চিটাগং। দুই দলের পয়েন্ট সমান ১৬ হলেও নেট রান রেট গড়ে দিয়েছে ব্যবধান। +১.৩৯৫ রংপুরের চেয়ে এগিয়ে আছে চিটাগং।

পয়েন্ট তালিকার শীর্ষে থেকে বরিশালের প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত ছিল আগেই। হারলেও তাই কোনো পরিবর্তন হয়নি পয়েন্ট টেবিলে। ১৮ পয়েন্ট নিয়ে আগামীকাল সোমবার প্রথম কোয়ালিফায়ারে তারা মোকাবিলা করবে চিটাগংকে।

সোমবার দুপুর দেড়টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে টেবিলের তিন ও চারে থাকা রংপুর-খুলনা। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। যেখানে দুই টেবিল টপার বরিশাল-চিটাগাং খেলবে ফাইনালে ওঠার লক্ষ্যে। তাদের মধ্যে পরাজিত দল অবশ্য দ্বিতীয় সুযোগ পাবে। প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে।

দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে জয়ী দলের বিপক্ষে। এলিমিনেটরে জয়ী হওয়া দলকে তারা মোকাবিলা করবে আগামী বুধবার।

দুই কোয়ালিফায়ারের জয়ী দল বিপিএলের ২০২৫ সালের আসরের ফাইনালে মুখোমুখি হবে আগামী শুক্রবার। প্লে-অফের সবগুলো ম্যাচ হবে মিরপুরে।

প্লে অফের সূচি: 

৩ ফেব্রুয়ারি, রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স (এলিমিনেটর) দুপুর ১–৩০ মিনিট
৩ ফেব্রুয়ারি, ফরচুন বরিশাল বনাম চিটাগাং কিংস (প্রথম কোয়ালিফায়ার) সন্ধ্যা ৬–৩০ মিনিট
৫ ফেব্রুয়ারি, এলিমিনেটরে বিজয়ী বনাম প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল (দ্বিতীয় কোয়ালিফায়ার) সন্ধ্যা ৬–৩০ মিনিট

ফাইনাল:

৭ ফেব্রুয়ারি ফাইনাল (প্রথম কোয়ালিফায়ারে বিজয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে বিজয়ী) সন্ধ্যা ৭টা

Leave a Reply

scroll to top