আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার ‘প্রথম পর্বের প্রথম ধাপ’

New-Project-27.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার ‘প্রথম পর্বের প্রথম ধাপ’।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে শুরু হয়ে এ মোনাজাত শেষ হয় ৯টা ৩৫ মিনিটে। মোনাজাত পরিচালনা করেছেন মাওলানা জুবায়ের আহমেদ।

মোনাজাতে মহান আল্লাহর দরবারে অশ্রুভেজা চোখে ক্ষমা প্রার্থনা, বিশ্বের মুসলিমদের মধ্যে ঐক্য, শান্তি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব টঙ্গীর তুরাগ নদের তীরে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ৫৮তম জমায়েত শুরু হয়। শুরায়ে নিজামের প্রথম পর্বের প্রথম ধাপের তিন দিনের এ ইজতেমায় লাখো মুসল্লি অংশ নিয়েছেন।

Leave a Reply

scroll to top