ওয়ান-ইলেভনের সময় বেগম খালেদা জিয়াকে নির্মমভাবে হত্যার চেষ্টাও করা হয়েছিল বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপি ছিল ওয়ান ইলেভেনে সবচেয়ে বড় ভুক্তভোগী। শুক্রবার (২৪ জানুয়ারি) নয়াপল্টনে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর দোয়া-মাহফিলে এ কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, বিএনপি গণতন্ত্রের দল। নতুন দলকে বিএনপি স্বাগত সব সময় জানিয়েছে। এখন নতুন দল এলে বিএনপি স্বাগত জানাবে। এতে বিএনপি ঈর্ষান্বিত নয়। যারা এমন মন্তব্য করছেন তারা জাতির শত্রু। এ সময় ভুল বার্তা দিয়ে দেশকে বিভক্তের চেষ্টা না করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, একটি দল ক্ষমতায় যাবার জন্য পাগল হয়ে গেছে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানে না মনে হয়।
মির্জা আব্বাস বলেন, দেশের অতন্দ্র প্রহরী বিএনপি। বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেয়ার চেষ্টা করছেন যারা, তাদের পরিণতি ভালো হবে না।