শাহবাগে নয়, সভা-সমাবেশ করতে হবে সোহরাওয়ার্দীতে

New-Project-20-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

বিগত কয়েকদিন ধরেই একের পর এক চলছে বিভিন্ন দাবির আন্দোলন। আন্দোলনকারীদের বেশিরভাগই তাদের দাবি আদায়ের জন্য অবরোধ করছেন রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান শাহবাগ। সেখানে অবস্থান কর্মসূচির ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। আর সেই ভোগান্তি এড়াতে রাজধানীর শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা ও সমাবেশ করার স্থান নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আহ্বায়ক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাস্তাঘাটে সমাবেশ করতে গেলে যানজট তৈরি হয়। জনভোগান্তি দূর করতে শাহবাগের মোড়ের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে যদি সমাবেশটা করে তাতে জনভোগান্তি অনেক কম হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা সবাইকে রিকোয়েস্ট করব, শাহবাগের পরিবর্তে যেন সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ বা সভা সমাবেশ করে।

Leave a Reply

scroll to top