এবার একসঙ্গে গান গাইলেন দুই প্রজন্মের দুই তারকা আগুন ও সালমা। রাজের কথা-সুরে গানটির সংগীত করেছেন মুকুল। গানটির ভিডিওতেও দেখা মিলবে আগুন ও সালমার। সম্প্রতি গানচিত্রটির শুটিং শেষ হয়েছে। আগুন বলেন, ভালো একটি কথা-সুরের গান। সালমা এ প্রজন্মের অত্যন্ত ভালো একজন শিল্পী। আমার বিশ্বাস, গানটি সবার ভালো লাগবে। সালমা বলেন, আগুন ভাই দেশের একজন খ্যাতনামা শিল্পী। তার সঙ্গে গান গাইলাম, ভালো লাগছে।
একটা সময় চলচ্চিত্রে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন। বিশেষ করে নায়ক সালমান শাহ’র লিপে এ শিল্পীর গানগুলোই বেশি জনপ্রিয়তা পেয়েছে। সিনেমার বাইরে অডিওতেও তার প্রশংসিত গানের সংখ্যা কম নয়। অন্যদিকে, চলতি প্রজন্মের জনপ্রিয় গায়িকা মৌসুমী আক্তার সালমা। সেই শুরু থেকে এখন অবধি গানে দুর্দান্ত সময় পার করছেন তিনি।
সালমা বলেন,তবে আমার ক্যারিয়ারের শুরুর দিকে গাইতে পারলে আরও ভালো লাগতো। সালমা বলেন, আগুন ভাই এখনো অসাধারণ গান। আমাদের এ কাজটি সবার ভালো লাগবে বলেই বিশ্বাস।