মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতালির রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির বার্তা পাওয়ার পর দিনভর চলে তোলপাড়। যদিও পরে তল্লাশি করে বোমা জাতীয় কিছুই পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। তবে সেই ঘটনার একদিন পার হওয়ার আগেই ফের বিমানবন্দরে হুমকির বার্তা দেওয়া হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) রাত ১১টায় এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপ নম্বরে এই হুমকির বার্তা পাঠানো হয়। এবারে মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানবন্দরে হুমকির বার্তা পাঠানো হয়। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়। বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়। বার্তার আদৌ কোনো সত্যতা আছে কি না তা জানার চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
দ্বিতীয় হুমকি বার্তার বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন, এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয়। তবে বিমানবন্দরে সার্বিক অবস্থা স্বাভাবিক রয়েছে।
এর আগে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে রোম থেকে ঢাকায় আসার পথে বিমানের একটি ফ্লাইটে বিস্ফোরক দ্রব্য বা বোমা থাকার বার্তা দেওয়া হয়। ফ্লাইটটি বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করে। পরে পুরো প্লেনে তল্লাশি চালানো হয়। বিমানে ওই বিস্ফোরক থাকার বার্তাটি পাকিস্তানি নম্বর থেকে এসেছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।