১০১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

New-Project-16-2.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

প্রথম ইনিংসের মতো বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুটাও হয়েছে বাজেভাবেই। দ্বিতীয় দিন শেষ বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১০১ রান। ৩৮ রানে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয়। মুশফিকুর রাহিম অপরাজিত আছেন ৩১ রানে।

প্রথম ইনিংসে নিজেদের ব্যাটিং ব্যর্থতার পর প্রোটিয়াদের বড় লিডে চাপা পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নাজমুল হোসেন শান্তরা। ব্যাট করতে নেমে দলীয় ৪ রানেই বাংলাদেশ হারিয়েছে ২ উইকেট। সেখান থেকে নাজমুল হোসেন ও মাহমুদুল হাসানের ৫৫ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামলেছে বাংলাদেশ। নাজমুল ২৩ রানে আউট হলেও মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টা পার করে দেন মাহমুদুল।

আলোক সল্পতায় খেলা বন্ধের আগে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০১। ৩৮ রানে অপরাজিত আছেন মাহমুদুল। ২৬ বলে ৩১ রানে অপরাজিত মুশফিকুর। ৩১ রানের ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ৬০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন এই ব্যাটসম্যান। ৯৩ টেস্টে এসে এই কীর্তি গড়েছেন মুশফিক। বাংলাদেশ এখনো পিছিয়ে ১০১ রানে।

Leave a Reply

scroll to top