বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে ৬০ রানের জয় তুলে নিয়েছে। দ্বিতীয় ওডিআইতে এই জয় টাইগ্রেসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি স্বয়ংক্রিয় বিশ্বকাপ যোগ্যতা অর্জনের দিক থেকে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট যোগ করেছে।
প্রথম ইনিংসে বাংলাদেশের মেয়েরা ১০ উইকেটে হারিয়ে ১৮৪ রানের ছোট লক্ষ্য ছুড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে।যেখানে সর্বোচ্চ ১২০ বলে ৬৮ রান করেন নিগার সুলতানা জ্যোতি।বোলিংয়ে ৩৩ রানে ৪ উইকেট শিকার করেন করিশমা রামহারাক।
দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করতে পারে মাত্র ১২৪ রান।যেখানে সর্বোচ্চ ৪৩ বলে ২৮ রান করে সাজঘরে ফিরে যান শেমেইন ক্যাম্পবেল।বোলিংয়ে বাংলাদেশকে এগিয়ে রাখেন নাহিদা আক্তারস ও রাবেয়া যথাক্রমে ৩ ও ২ উইকেট নিয়ে ।ফলে বোলিং তাপে ছো্ট লক্ষ্য দিয়েও সহজেই জয় পায় বাংলাদেশ।
বাঘিনীদের এই অসাধারণ জয়ে বাংলাদেশের মেয়েদেরকে অভিনন্দন জানিয়েছেন পেসার জাহানারা আলম। তিনি বলেন, “দ্বিতীয় ওডিআইতে আমাদের টাইগ্রেসদের শুভেচ্ছা! এই দুই পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপ যোগ্যতার পথ আরও পরিষ্কার করেছে। আমি আশা করি, আর কোনো কঠিন সমীকরণ বাকি নেই। আমাদের মেয়েরা দারুণভাবে এগিয়ে যাচ্ছে। এভাবেই উজ্জ্বল হতে থাকুক আমাদের মেয়েরা।”