রাজধানীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন তিতাসের, লাখ টাকা জরিমানা আদায়

New-Project-23-6.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পূর্ব মানিকনগর এলাকায় গ্যাসের অবৈধ বিতরণ লাইন উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) অভিযান পরিচালনার সময় উত্তর মানিকনগর বালুর মাঠ পাকা রাস্তা এলাকায় স্থানীয় কয়েকটি বাড়িতে অবৈধ লাইনের মাধ্যমে গ্যাসের সংযোগ পাওয়া যায়।

এসময় তাৎক্ষণিকভাবে প্রায় ১৩টি বাসার ৭৫টি অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে লাইন বন্ধ করা হয়। এতে প্রতিদিন রাষ্ট্রের ১৫৭৫ ঘনফুট গ্যাস সাশ্রয় হবে।

অবৈধভাবে গ্যাস লাইন ব্যবহার করায় মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০’ এর ১২(১) ধারা মোতাবেক ৫টি আলাদা মামলায় ৮৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে ডিজিএম, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও এলপিজি গ্যাসের লাইসেন্স না থাকায় এইচটিএইচ রিফুয়েলিং স্টেশন, রামপুরাকে বিস্ফোরক আইন, ১৮৮৪ এর ৫(৩)(খ) মোতাবেক ২০ হাজার টাকা অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়েছে। এসময় বিস্ফোরক পরিদফতরের সহকারী পরিচালক মো. আলীম ও বিস্ফোরক পরিদর্শক সানজিদা আক্তার উপস্থিত ছিলেন।

Leave a Reply

scroll to top