রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগসহ চার দফা দাবিতে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর এপিসি, জলকামান।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ৩টা থেকে শিক্ষার্থীদের অবস্থানের পূর্বেই বঙ্গভবন এলাকায় কড়া নিরাপত্তা লক্ষ্য করা যায়।
এর আগে মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে মিছিল শুরু করে শিক্ষার্থীদের সঙ্গে বঙ্গভবনের দিকে যায় স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা কমিটি (স্বারক), জিয়া সাইবার ফোর্সসহ আরও কয়েকটি সংগঠন। হাইকোর্ট মাজার মোড় এলাকায় পুলিশের বাধা অতিক্রম করে বঙ্গভবন পর্যন্ত এগিয়ে যায় তারা। সেখানে ভেতরে প্রবেশে পুলিশ বাধা দিলে মোড়েই অবস্থান কর্মসূচি পালন করছে তারা।
অপরদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে শহীদ মিনারে শুরু হয়েছে গণজমায়েত। গণজমায়েতে শিক্ষার্থীদের সাথে ইতোমধ্যেই যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।