শনিবার বসছে বিসিবির বোর্ড সভা

New-Project-19-4.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

সবশেষ ২০২৪ সালের ২১ ডিসেম্বরে বিসিবির সরাসরি বোর্ড সভা অনুষ্ঠিত হলেও চলতি বছরেও একটি জরুরি বৈঠক হয়েছে, তবে সেটি অনলাইনে। নতুন বছরে এবার স্ব-শরীরে বৈঠকে আনুষ্ঠানিকভাবে বসতে চলেছে বিসিবি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলা অবস্থাতেই বোর্ড সভায় বসবেন বিসিবি পরিচালকরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক। আগামী ২৫ ডিসেম্বর (শনিবার) মিরপুর শের-ই বাংলায় অনুষ্ঠিত হবে বোর্ড সভা। যা শুরু হবে বিকেল পাঁচটা থেকে।

বোর্ড মিটিংয়ের আলোচনায় থাকবে কয়েকটি বিষয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ঢাকার ক্লাব ক্রিকেট নিয়ে। সম্প্রতি আলোচনাতে রয়েছে এই বিষয়। সিসিডিএমের ৭৮টি ক্লাব বোর্ডের গঠনতন্ত্র সংশোধন নিয়ে বেশ শক্ত দাবিই জানিয়েছে। সেটি অন্যতম প্রধান ইস্যু হতে চলেছে এই বোর্ড সভায়।

এ ছাড়া বিপিএল টি-টোয়েন্টির বিষয় তো থাকছেই। ফ্র্যাঞ্চাইজিদের বেতন ইস্যু থেকে শুরু করে আরও বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ নিয়ে হতে পারে আলোচনা। এছাড়া আলোচনা হতে পারে বিসিবির স্ট্যান্ডিং কমিটি নিয়েও, তবে এ নিয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। এছাড়া ক্রিকেটাদের কেন্দ্রীয় চুক্তিও থাকতে পারে আলোচনাতে।

Leave a Reply

scroll to top