২৫২ ক্যাডেট উপ-পরিদর্শকদের (এসআই) পদ হতে অব্যহতি দেওয়ার পেছনে কোন রাজনৈতিক কারণ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির তৃতীয় সভা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্য কোনো উদ্দেশ্য নয়, শৃঙ্খলা ভঙ্গ করেছে বলেই ২৫২ জন প্রশিক্ষণরত এসআইকে বের করা হয়েছে।
তারা কীভাবে শৃঙ্খলাভঙ্গ করেছে এমন প্রশ্নে তিনি বলেন, কে কীভাবে শৃঙ্খলাভঙ্গ করেছে সেটি একাডেমি সঠিক বলতে পারবে। কারণ শৃঙ্খলা ভঙ্গের সংজ্ঞা তো অনেক বড়। এটার ব্যাখ্যা দেয়া সম্ভব নয়।
এছাড়া এসআই শূন্য পদ নতুন নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।