শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাসকে বর-কনের সাজে আগে পর্দায় বহুবার দেখেছেন দর্শক। তবে পর্দা আর বাস্তব তো এক নয়। তাই পর্দার জনপ্রিয় জুটিকে বাস্তবে বিয়ের সাজে দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শক। অবশেষে অপেক্ষার অবসান। রবিবার সন্ধ্যায় পরিণতি পেল পশ্চিমবঙ্গের ছোটপর্দার এই দুই তারকার প্রেম।শ্বেতার সিঁথিতে সিঁদুর পরিয়ে জীবনসঙ্গী করে নিলেন রুবেল।
‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে নায়ক-নায়িকা হিসেবে কাজ করেছিলেন শ্বেতা-রুবেল। সেই থেকেই দু’জনের প্রেমের গুঞ্জন। প্রথমে বিষয়টি বন্ধুত্বই ছিল। তারপর শুরু হয় প্রেম। ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে পায়ে আঘাত পান রুবেল। করাতে হয় অস্ত্রোপচার। সেই সময়ও প্রেমিকের পাশে ছিলেন শ্বেতা। একে অন্যকে চোখে হারান তারকা যুগল। নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করতে থাকেন। এখন ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে সৃজনকে (রুবেল অভিনীত চরিত্র) নতুনভাবে দেখা যাচ্ছে। ওদিকে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে শ্যামলী (শ্বেতা অভিনীত চরিত্র) ও অনিকেতের (রণজয় বিষ্ণু) মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। রিল লাইফে যতই টানাপোড়েন চলুক, বাস্তব এখন মধুরেণ সমাপয়েতের অপেক্ষায়।
অবশেষে অপেক্ষার অবসান। লাল বেনারসিতে একেবারে সাবেকি বেশে সেজেছেন শ্বেতা। গা ভর্তি গয়না, খোঁপায় ফুলের মালা জড়ানো, নাকে টানা নথ, মাথায় শোলার মুকট, রাজরানির মতো দেখাচ্ছে শ্বেতাকে।অন্যদিকে কম যান না বরমশাইও। পরনে ঘিয়ে রঙের ধুতি-পাঞ্জাবি, মাথায় টোপর, গলায় ফুলের মালা। বিয়ে করতে এসে গাড়ি থেকে নেমেই ‘চোখ তুলে দেখো না কে এসেছে’ গানে এক প্রস্থ নেচে নেন রুবেল। জামাইকে বরণ করে বিয়ের মণ্ডপে নিয়ে আসেন শ্বেতার মা।