প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার শুধু রেফারি বা অ্যাম্পায়ারের ভূমিকায় রয়েছে। নির্বাচন নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।
রোববার (১৯ জানুয়ারি) পিআইবিতে কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নির্বাচন বিষয়ে তিনি বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো নিয়ে কন্সাস বিল্ডিং এর প্রধান ড. মুহাম্মদ ইউনুস সব রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন। তারপর সবার মতামতের ভিত্তিতে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হবে। তবে আগেই বলা হয়েছে রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন হতে পারে। আর যদি প্রয়োজনীয় সংস্কার চায় তাহলে আরও ছয় মাস বেশি লাগতে পারে।
আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের কোনো নেতাদের মধ্যে এখন পর্যন্ত অনুশোচনাবোধ দেখছি না। এখনও তারা মিথ্যাচার করে যাচ্ছে। যারা অপরাধী তাদের প্রত্যেকের বিচার হবে।
প্রেস সচিব বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এটা রাজনৈতিক দলগুলোর বিষয়, তবে অন্তর্বর্তী সরকারের এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই।