অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর

New-Project-19-3.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। রোববার স্থানীয় সময় বেলা সোয়া ১১টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এই ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘ ১৫ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হতে যাচ্ছে।

রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল। তবে হামাস যে তিন জিম্মিকে মুক্তি দেবে তাদের নামের তালিকা না দেওয়ায় গাজায় হামলা অব্যাহত রাখে দখলদার সেনারা। তাদের অভিযোগ, গাজার শাসকগোষ্ঠী হামাস শর্ত অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম দিন যে তিনজন ইসরায়েলি নারী জিম্মিকে মুক্তি দেবে তাদের নামের তালিকা প্রকাশ করেনি। তালিকা প্রকাশ না করা পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না বলে জানায় ইসরায়েলের প্রধামন্ত্রীর কার্যালয়। সে অনুযায়ী গাজায় হামলাও চালায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। হামলা অন্তত ১০ জন নিহত হয়। যারমধ্যে ছয়জন গাজা সিটিতে, তিনজন উত্তরাঞ্চলে এবং একজন রাফায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৫ জন।

এদিকে, হামাস দাবি করে, কারিগরি ত্রুটির কারণে তারা সময় মতো ওই তিন নারী জিম্মির নামের তালিকা প্রকাশ করতে পারেনি। শেষ পর্যন্ত তালিকা প্রকাশ করা হলে ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, যুদ্ধবিরতির প্রথম দিন হামাসে যে তিন নারীকে জিম্মিকে মুক্তি দেবে, তারা হলেন- রোমি গনেন, ডোরন স্টেইনব্রেচার এবং এমিলি দামারি।

Leave a Reply

scroll to top