লাইটার বিস্ফোরণে দগ্ধ: লাইফ সাপোর্টে কাজী নজরুল ইসলামের দৌহিত্র বাবুল

New-Project-16-6.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

রাজধানীর বনানীতে গ্যাস লাইটার থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে আহত হওয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র বাবুল কাজীর (৫৯) শারীরিক অবস্থা অবনতি হয়েছে। তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।

শনিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

শাওন বিন রহমান জানান, শনিবার ভোর ৫টার দিকে বনানীর বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন বাবুল কাজী। তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি নেওয়া হয়। তার চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মারুফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, বাবুল কাজীর অবস্থা খুবই আশঙ্কাজনক। অবস্থা খুবই ক্রিটিক্যাল। যখন ভর্তি হন, তখন থেকেই তার অবস্থা খারাপ ছিল। এ ধরনের পেশেন্টের সারভাইভ করার চান্স খুব কম। আমরা কাল উনার পরিবারের সদস্যদেরও এ বিষয়ে ব্রিফ করেছি।”

শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে বনানীর বাড়িতে গ্যাস লাইটার বিস্ফোরণে আহত হন কাজী বাবুল। সকাল পৌনে ৭টায় আশঙ্কজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

Leave a Reply

scroll to top