বলিপাড়ায় এবার দুর্ঘটনার সম্মুখীন অর্জুন কাপুর

New-Project-78-1.jpg
নিজস্ব প্রতিবেদক

ফের নতুন এক অঘটনের মুখে বলিউড। সদ্যই ছুরিকাঘাতে আহত হয়েছেন বলিউডের ছোট নবাব সাইফ আলি খান। সাইফ আলী খানের ওপর হামলার ঘটনার রেশ এখনো কাটেনি বলিপাড়ায়। এরই মধ্যে এবার দুর্ঘটনার সম্মুখীন অর্জুন কাপুর। ছাদ ভেঙে গুরুতর জখম হয়েছেন এই অভিনেতা।

গতকাল শনিবার মেরে হাজব্যান্ড কি বিবি সিনেমার শুটিংয়ের সময় আহত হয়েছেন অভিনেতা। মুম্বাইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে সেটের ছাদের একটা বড় অংশ ভেঙে পড়ে আহত হন অভিনেতা।যেখানে সিনেমাটির একটি গানের দৃশ্যের শুটিং চলছিল।সেসময় সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ভূমি পেডনেকর ও প্রযোজক জ্যাকি ভাগনানি। তবে অভিনেতা-অভিনেত্রী বা কলাকুশলী কারোরই প্রাণঘাতী কোনো আঘাত লাগেনি।

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলি।ঘটনার বর্ণনায় তিনি বলেন, আমরা মনিটরে কাজ পর্যবেক্ষণ করছিলাম তখন হঠাৎ করেই ছাদ ধসে পড়ে।ভাগ্য ভালো ছাদটি একসঙ্গে না ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে। যদি পুরো ছাদটি ভেঙে পড়ত, তবে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারত।গাঙ্গুলি জানিয়েছেন দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। চিত্রগ্রাহক মনু আনন্দের একটি আঙুল ভেঙে গিয়েছে,সহ-চিত্রগ্রাহক মেরুদণ্ডে চোট পেয়েছেন। গাঙ্গুলি নিজেই কনুই ও মাথায় আঘাত পেয়েছেন। পরিচালক আজিজও আঘাত পেয়েছেন।

এই ঘটনায় বলিউডের শুটিং সেটের নিরাপত্তা ঘাটতি নিয়েও বলেছেন গাঙ্গুলি।তিনি বলেন, অনেক পুরনো লোকেশন শুটিংয়ের জন্য ব্যবহৃত হয় এবং প্রোডাকশন হাউজগুলোও সেগুলোকে নিরাপত্তা বলেই দাবি করে। তবে বাস্তবে এসব লোকেশনের সুরক্ষা সঠিকভাবে যাচাই করা হয় না।ঘটনাটি জানিয়ে অশোক দুবে সুরক্ষা নিশ্চিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী ও বিএমসিকে চিঠি দিয়েছেন।

অর্জুন ও ভূমি ছাড়াও মেরে হাজব্যান্ড কি বিবি সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাকুল প্রীত সিং। সিনেমাটি ২১ ফেব্রুয়ারি মুক্তির কথা রয়েছে।পরিচালক আজিজ আশা করছেন দুর্ঘটনার ঘটলেও নির্ধারিত সময়েই সিনেমাটির শুটিং শেষ করতে পারবেন তিনি আর নির্ধারিত দিনেই সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

Leave a Reply

scroll to top