ছাত্র আন্দোলন চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন বিনোদন জগতের অনেক তারকা। ছাত্রদের নিয়ে বিভন্ন বিষয়ে সরব হওয়ার পাশাপাশি স্বশরীরে যুক্ত ছিলেন মাঠের আন্দোলনেও। আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে আবারও উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। শেখ হাসিনা পদত্যাগপত্র দেননি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের এমন মন্তব্যের পর আবারও বাতাসে ভাসছে আন্দোলনের গন্ধ।
সম্প্রতি এক গণমাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া সেই বিশেষ সাক্ষাৎকার প্রকাশের পর আবারও উত্তাল হয়ে উঠেছে দেশ। সংস্কারপন্থীরা বলছেন, পলাতক সরকার প্রধানের পদত্যাগপত্র থাকা বা না থাকায় কিছু যায় আসে না। অন্যদিকে আওয়ামী সমর্থকেরা নতুন করে উজ্জীবিত হচ্ছেন।
এমন সময়ে চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী জানালেন কোথায় আছে সেই পদত্যাগপত্র। আজ (২১ অক্টোবর) সোমবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে চলচ্চিত্রকার ফারুকী লিখেছেন, ‘খুনীর পদত্যাগপত্র লিপিবদ্ধ আছে শহীদের কবরফলকে।’